মাঝ আকাশে উড়োজাহাজে প্রবল ‘ঝাঁকুনি’, নিহত ১

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৬:২২ পিএম

ঢাকা: লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে প্রচণ্ড ‘ঝাঁকুনির’ কারণে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার (২১ মে) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭-৩০০ইআর ব্যাংককের দিকে ঘুরিয়ে স্থানীয় সময় ৩টা ৪৫মিনিটে (জিএমটি ৮.০০) সেখানে অবতরণ করে।

এয়ারলাইন্সটি এক বিবৃতিতে জানিয়েছে, এসকিউ৩২১ ফ্লাইটে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিল।

[223849]

এতে বলা হয়েছে, ‘সিঙ্গাপুর এয়ারলাইন্স মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, যাত্রীদের চিকিৎসা সহায়তা প্রদানে থাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কাজ করা হচ্ছে এবং প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা প্রদানে একটি দলকে ব্যাংককে পাঠানো হচ্ছে।

থাই কর্তৃপক্ষ সুবর্ণভূমি বিমানবন্দরে অ্যাম্বুলেন্স এবং জরুরি দল পাঠিয়েছে।

ফ্লাইটে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।

এমএস