ফের পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্ট হলেন নওয়াজ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০২৪, ০৮:২০ পিএম

ঢাকা: দীর্ঘ ছয় বছর পর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার বিরুদ্ধে এ পদের জন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবার নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

[224386]

২০১৭ সালে ২৮ জুলাই নওয়াজ শরীফ পানামা পেপারস কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ হারান। তারপর থেকে নানা চড়াই উৎরাই পেরিয়েছে পিএমএল-এন।

২৮ মে’কে ইয়ামি তাকবির দিবস হিসেবে পালন করা হয় পাকিস্তানে। নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ১৯৮৮ সালের এই দিনে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাব দেয় পাকিস্তান।

[224395]

সোমবার এক নোটিফিকেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ বছরের ২৮ মে বা মঙ্গলবারকে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন।

সূত্র: জিও নিউজ

আইএ