জেলনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৯

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০২:২৩ পিএম

ঢাকা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ক্রিভি রিহ শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচ শিশুসহ নয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো।

স্থানীয় সময় বুধবার (১২ জুন) সন্ধ্যায় এ হামলার কথা নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্লাইমেনকো। খবর আল জাজিরা ও রয়টার্স।

দক্ষিণ ইউক্রেনের ক্রিভি রিহ প্রেসিডেন্ট জেলেনস্কির আদি শহর।

হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘প্রতিদিন এবং প্রতি ঘন্টায়, রাশিয়ান সন্ত্রাস প্রমাণ করে যে ইউক্রেন তার অংশীদারদের সাথে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা উচিত।

[225566]

ইউক্রেনের সামরিক বাহিনী মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানায় যে, ইউক্রেনে কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা এটি, এই হামলায় একটি প্রশাসনিক ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ,

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, পুনরুদ্ধারের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।

তবে, জেলেনস্কির শহরে হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এমটিআই