ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামে ঢুকে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
সোমবার দেশটির ডিজিগুইবোম্বো গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
তবে কারা এই হামলা চালিয়েছে মালির কর্মকর্তারা সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করতে পারেনি। এমনকী কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
দেশটির স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, বিদ্রোহে জর্জরিত মধ্য মালির একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন।
ব্যাঙ্কাসের মেয়র মৌলেয়ে গুইন্দো বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে এবং মানুষকে লক্ষ্য করে গুলি করতে থাকে।
[226775]
এটিতে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে দেশটির শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসীরা যখন গ্রামটি ঘিরে ফেলে তখন সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলার সময় কিছু লোক পালিয়ে যেতেও সক্ষম হয়, কিন্তু অনেককে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই পুরুষ।’
আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যে সংঘাত চলছে মালি এর উপকেন্দ্র। বছরের পর বছর ধরে দেশটিতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে হাজার হাজার সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাস্ত্যুচুত হয়েছেন কয়েক লাখ মানুষ।
এমএস