ছেঁড়া জিন্স-টি শার্ট পরা যাবে না কলেজে 

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ০৮:১১ পিএম
ছবি প্রতীকী

ঢাকা: হিজাবের পর এবার ছেঁড়া জিন্স-টি শার্ট বা যে কোনো ধরনের খোলামেলা পোশাক নিষিদ্ধ করলো ভারতের মুম্বাইয়ের একটি কলেজ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা হয়েছে নতুন ড্রেস কোড। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের চেম্বুরের আচার্য ও মারাঠে কলেজে।

গত ২৭ জুন কলেজের পক্ষ থেকে ‘ড্রেস কোড অ্যান্ড আদার রুলস’ নামে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। আর সেখানে স্পষ্টভাবে লেখা হয় কলেজের মধ্যে পরা যাবে না ছেঁড়া জিন্স, খোলামেলা পোশাক ও টি শার্ট। 

[226812]

কলেজের বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ ড. বিদ্যাগৌরী লেলে সই করা নোটিশে বলা হয়েছে, ক্যাম্পাসে থাকাকালীন শিক্ষার্থীদের ফর্মাল ড্রেস পড়তে হবে। তারা হাফ-শার্ট বা ফুল-শার্ট ও ট্রাউজার্স পরতে পারে।

মেয়েরা যে কোনো ইন্ডিয়ান বা ওয়েস্ট্রান আউফিট পড়তে পারবে। কিন্তু কোনো ধর্মীয় পোশাক পরা যাবে না।

কিছু শিক্ষার্থী জানিয়েছেন, কলেজের নতুন নিয়ম সম্পর্কে তারা অবগত নন। ফলে তারা কলেজে প্রবেশ করতে পারছেন না।

[226792]

আইএ