ঢাকা: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প নিজেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন। খবর আল জাজিরার।
স্থানীয় সময় সোমবার (১৫ জুলাই) থেকে উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির চারদিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনই আগামী নভেম্বরে অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জেডি ভ্যান্সকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ট্রাম্প।
সম্মেলন থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। যদিও রিপাবলিকান দলের দুই হাজারেরও বেশি প্রতিনিধির সমর্থন নিয়ে এ পদে আগে থেকেই নিরঙ্কুশভাবে এগিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট। যে কারণে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার মনোনয়ন পাওয়া ছিল শুধুই আনুষ্ঠানিকতা ও সময়ের ব্যাপার।
[227774]
এদিকে, আদর্শগতভাবে জেডি ভান্সকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র মনে করা হয়। রিপাবলিকানরা মনে করেন, আসন্ন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তৃণমূলের ভোটার ও সমর্থকদের চাঙ্গা করতে পারবেন দুই বছরের কম সময় সিনেটর হিসেবে দায়িত্ব পালন করা ৩৯ বছর বয়সী ভান্স।
গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার একপর্যায়ে হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রোববার মিলাওয়াকিতে পৌঁছান তিনি।
আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। প্রতি চার বছর পরপর এ সম্মেলন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয় দলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।
যদিও এর আগেই রিপাবলিকান দলের দুই হাজার ২৬৫ প্রতিনিধি ট্রাম্পের প্রতি সমর্থন জানান। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত।
এদিকে, দলটির জাতীয় সম্মেলনের পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত ছিল। হামলায় আহত হওয়ার পরও ট্রাম্প সম্মেলন পেছাতে চাননি। তাই পূর্বনির্ধারিত সময়েই সম্মেলন হচ্ছে।
এ নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি এ সম্মেলন দুদিন পিছিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু পরবর্তীসময়ে তিনি আবার সিদ্ধান্ত নেন যে, একজন হামলাকারী বা আততায়ীর জন্য পূর্বনির্ধারিত পরিকল্পনা তিনি পরিবর্তন করবেন না।
এসআই