ভারতের পাহাড়ে মিললো ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের লাশ 

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৬:৫৩ পিএম
ছবি : প্রতীকী

ঢাকা: ভারতের মেঘালয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি বুধবার (২৮ আগস্ট) সাংবাদিকদের নিশ্চিত করেছে গৌহাটিস্থ সহকারী হাইকমিশনার রুহুল আমিন।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না। ফাইল ছবি:

এর আগে শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে তিনি মারা যান বলে জানা গেছে।

জানা গেছে, গত শুক্রবার রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ভারতীয় এলাকায় মারা যান ইসহাক আলী খান পান্না। পরে তার মৃতদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন মেঘালয় রাজ্যের বিএসএফ ও পুলিশ। এমনকি বিভিন্ন সংবাদমাধ্যমে পান্না ভারতে প্রবেশই করেনি বলে বিবৃতি দেন বিএসএফ কর্মকর্তারা।

১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হন।

আইএ