চীনের হুমকি মোকাবেলায় মিত্রজোট গড়ছে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ১২:০০ পিএম

ঢাকা : চীনের হুমকি মোকাবেলায় ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের নিয়ে একটি জোট গড়ে তুলছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৪ সেপ্টেম্বর) একথা জানিয়েছেন তাইওয়ানে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিক।

আঞ্চলিক স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টায় থাকা চীনের জন্য তাইওয়ানই একমাত্র লক্ষ্য নয় বলে উল্লেখ করেছেন তিনি।

তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। তবে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কোনও সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের।

[231239]

সম্প্রতি তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো রাষ্ট্রদূত এবং আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের (এআইটি) নতুন পরিচালক রেমন্ড গ্রিন বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের নিয়ে একটি জোট গড়ছে, যা আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

[231236]

তিনি বলেন, চীন কেবল তাইওয়ানকে নয়, বরং অন্যান্য দেশকেও ভয়ভীতি ও জোর-জবরদস্তি করে স্থিতাবস্থা পরিবর্তনের লক্ষ্যবস্তু করেছে। ফলে, আরও বেশি দেশ নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষায় একজোট হচ্ছে।

এই প্রচেষ্টা এবং এর পাশাপাশি তাইওয়ানের প্রতিরক্ষা খাতে বিনিয়োগসহ তাদের প্রশংসনীয় সামরিক সংস্কার যুদ্ধ ঠেকানোর জন্য করা হয়েছে, যুদ্ধ প্রস্তুতির জন্য নয়।

তাইওয়ান প্রণালি ও বৃহত্তর ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য বজায় রাখলে তা দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সহায়ক হবে, বলেন গ্রিন।

এমটিআই