ঢাকা : মঙ্গলবার থেকে টানা প্রবল বৃষ্টিপাতের জেরে পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপীয় দেশ স্পেন। প্রাণঘাতী এই বন্যায় দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে।
গত মঙ্গলবার মুষলধারে বৃষ্টির জেরে আকস্মিক বন্যা দেখা দেয়। ভেসে যায় বিভিন্ন সেতু, সড়ক, ভবন। পানির তোড় থেকে বাঁচতে অনেক মানুষকে বাড়ির ছাদে উঠতে কিংবা গাছ আঁকড়ে ধরতে দেখা যায়।
এখনো অনেক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। খবর বিবিসি।
নিহত ৯৫ জনের মধ্যে ভ্যালেন্সিয়াতেই ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
[235935]
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বন্যায় হতাহতের জন্য দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের সম্মানে গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিবিসি জানায়, ১৯৭৩ সালের পর সবচেয়ে বিপর্যয়কর বন্যার মুখোমুখি হয়েছে দেশটি। ওই বছর স্পেনের দক্ষিণ-পূর্বে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়।
স্পেনের আবহাওয়া সংস্থার তথ্যমতে, ভ্যালেন্সিয়ার নিকটবর্তী শহর চিভাতে, মঙ্গলবার মাত্র আট ঘন্টার মধ্যে এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
বন্যায় আকস্মিক স্রোতের জলোচ্ছ্বাস রাস্তা এবং রাস্তাগুলিকে নদীতে পরিণত করে। পানির স্রোতে অনেক গাড়ি ভেসে যেতে দেখা যায়।
[235919]
বুধবার উদ্ধারকাজে সহায়তার জন্য স্পেন ১০০০ এরও বেশি সৈন্য মোতায়েন করেছে, তবে বন্যায় রাস্তা প্লাবিত এবং যোগাযোগ ও বিদ্যুতের লাইন ভেঙে যাওয়ার কারণে অন্যান্য অঞ্চলগুলোর সাথে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করেছেন যে বৃষ্টি উত্তর-পূর্ব দিকে কাতালোনিয়া অঞ্চলে চলে যাচ্ছে। এর কারণে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া সতর্কতাও জারি করা হয়েছে এবং সেসব অঞ্চলের মানুষকে বন্যার জন্য প্রস্তুত হতে এবং আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এমটিআই