নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল ভক্তদের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৩:৪৬ পিএম

ঢাকা: নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরোপা লিগ ফুটবল ম্যাচ চলাকালে ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিব এবং স্থানীয় দল আয়াক্সের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে আমস্টারডামের জোহান ক্রুইফ অ্যারেনা স্টেডিয়ামের বাইরে এই সংঘর্ষ হয় বলা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। খবর আল জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এই ঘটনার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংঘর্ষে ১০ জন ইসরায়েলি আহত হয়েছেন এবং ২ জন নিখোঁজ রয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েলি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠানো হবে।

[236650[

নেতানিয়াহুর অফিস থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, ‘নেতানিয়াহু এই ভয়াবহ ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং ডাচ সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতি দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যায়।’ তবে বিবৃতিতে এই ঘটনার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ডাচ সংবাদমাধ্যম জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে সংঘর্ষের পাশাপাশি শহরের কেন্দ্রস্থলে বিভিন্ন স্থানে দাঙ্গা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। দাঙ্গা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাকে কেন্দ্র করে অন্তত ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাচ প্রধানমন্ত্রী ডিক শোফ সংঘর্ষের ঘটনায় ‘চরম উদ্বেগ’ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইসরায়েলিদের ওপর অগ্রহণযোগ্য হামলা ঘটেছে। যারা এই হামলায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। আমি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ডাচ সরকারের সহযোগিতায় আমস্টারডামে উদ্ধার মিশন চালু করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই মিশনে চিকিৎসা এবং উদ্ধার দলও থাকবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সারও তার ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের সঙ্গে কথা বলেছেন এবং হোটেল থেকে বিমানবন্দরে ইসরায়েলি ভক্তদের নিরাপদে পৌঁছানোর জন্য সহায়তা চেয়েছেন।

সংঘর্ষের কারণ
প্যালেস্টাইন ও ইসরায়েলি মিডিয়া বলছে, আমস্টারডামে একটি ফিলিস্তিনের পতাকা অপমান করার ঘটনা থেকে ঘটনার সূত্রপাত। ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, তারা শহরের একটি ভবন থেকে ফিলিস্তিনি পতাকা নামিয়ে ফেলে বিভিন্ন স্লোগান দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ইসরায়েলি ভক্তরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একজন ব্যক্তি পতাকাটি নামিয়ে নিচ্ছেন।

[236654]

বৃহস্পতিবার পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে তারা বিশেষভাবে সতর্ক ছিল। সংঘর্ষের সময়ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে তৎপর ছিল। আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা সংঘর্ষের আশঙ্কায় প্রো-প্যালেস্টাইন বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। কিন্তু এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা স্টেডিয়ামের কাছে পৌঁছানোর চেষ্টা করে।

এদিকে তুরস্কের ক্লাব বেসিকতাসের বিপক্ষে মাকাবি তেল আবিবের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে তুরস্ক কর্তৃপক্ষের অনুরোধে এই ম্যাচটি একটি ‘নিরপেক্ষ ভেন্যুতে’ আয়োজন করা চিন্তা করা হচ্ছে। ১৯০৬ সালে জাফায় প্রতিষ্ঠিত মাকাবি তেল আবিব দলটি চলতি ইউরোপা লিগে ৩৬টি দলের মধ্যে ৩৫তম স্থানে রয়েছে। দলের এমন খারাপ পারফরমেন্সের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটল, যা ইসরায়েলি ভক্তদের জন্য দুঃখজনক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।

এসএস