ঢাকা : ইসরায়েল লেবাননে স্থল ও বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে। হিজবুল্লাহ যোদ্ধাদের হামলার প্রতিক্রিয়ায় তারা ছয় সপ্তাহ আগে এ আক্রমণ শুরু করে।
লেবানন সরকারের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১৪৫টি হামলা করেছে ইসরায়েল। তাদের বেশিরভাগই ছিল নাবাতিহ ও লেবাননের দক্ষিণাঞ্চলে। শুধু গত সপ্তাহে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ৫০টি বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে সম্প্রচারমাধ্যম আলজাজিরা।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৬ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় বালবেক জেলার খ্রেইবেহ গ্রামে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, শনিবারের হামলায় লেবাননের বোর্জ রাহালে একজন এবং কেফার্টেবনিটে একজনসহ দুজন চিকিত্সককে হত্যা করা হয়েছে এবং অন্য চারজন উদ্ধারকর্মী আহত হয়েছেন, দুজন এখনও নিখোঁজ রয়েছেন।
[237394]
এদিকে, টানা পঞ্চম দিনের মতো বৈরুতের দক্ষিণ শহরতলির এলাকাগুলোতে বিমান হামলাও করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলেছে, আক্রমণগুলো হিজবুল্লাহর অবকাঠামোতে চালানো হয়েছে, যার মধ্যে একটি অস্ত্রাগার ও একটি কমান্ড সেন্টার রয়েছে।
লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক চার্লস স্ট্র্যাটফোর্ড বলেছেন, বৈরুতের দক্ষিণ শহরতলির বেশিরভাগ বাসিন্দা পালিয়ে গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার বিকেল পর্যন্ত দেশটির দিকে প্রায় ৬৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধের সময় একজন সৈন্যও নিহত হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, তারা হাইফার দক্ষিণে উপকূলীয় শহর আটলিটের কাছে একটি ইসরায়েলি নৌ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।
গাজা যুদ্ধের পাশাপাশি ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত সংঘাতের পর সেপ্টেম্বরের শেষের দিকে তারা লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা শুরু করে।
এদিকে, লেবাননের পরিবেশ মন্ত্রী নাসের ইয়াসিন এক প্রতিবেদনে জানান, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১৪৫টি ইসরায়েলি হামলা হয়েছে। তাদের বেশিরভাগই ছিল নাবাতিহ ও লেবাননের দক্ষিণাঞ্চলে। এর মধ্যে নাবাতিহে ৫৫টি ও দেশটির দক্ষিণাঞ্চলে ৭৩টি অভিযান। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে লেবাননে মোট ১৩ হাজার ২২২টি হামলা হয়েছে। শুধু গত সপ্তাহে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ৫০টি বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
[237391]
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে এক হাজার ১৩৯ জনকে হত্যা এবং ২০০ জনের বেশি জিম্মি করে হামাস। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৭৯৯ জন নিহত এবং এক লাখ তিন হাজার ৬০১ জন আহত হয়েছে। এ সময়ে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ৪৫২ জন নিহত এবং ১৪ হাজার ৫৯৯ জন আহত হয়েছে।
এমটিআই