মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলার অনুমতি দিলেন বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১০:৪৭ এএম

ঢাকা: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূর-পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে আঘাত করার অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্ত ইউক্রেনের সংঘাতকে আরও তীব্র করেছে। এটি চলমান সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে রবিবার (১৭ নভেম্বর)সতর্ক করেছেন রাশিয়ার সিনিয়র আইনপ্রণেতারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রে ক্লিশাস বলেছেন, পশ্চিম এমন  মাত্রার উত্তেজনা তৈরি করেছে যা আগামী সকালেই ইউক্রেনের রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এমন মন্তব্য করেন তিনি।

[237384]

রাশিয়ার সংসদের উচ্চকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রথম ডেপুটি প্রধান ভ্লাদিমির জাবারভ বলেছেন, মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক।

জাবারভকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস  জানিয়েছে, ‘এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার খুব বড় একটি পদক্ষেপ।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বরে বলেছিলেন,পশ্চিমারা যদি ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে দেয়,তবে তা সংঘাতের প্রকৃতি ও পরিধি পরিবর্তন করবে। তিনি এটিকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াই হিসেবে উল্লেখ করেন।

পুতিন বলেন,নতুন হুমকির ভিত্তিতে রাশিয়াকে ‘যথাযথ সিদ্ধান্ত’ নিতে বাধ্য করা হবে।

রাশিয়ার স্টেট ডুমার নিম্নকক্ষের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান লিওনিড স্লুটস্কি বলেছেন, ইউক্রেনকে মার্কিন এটিএসিএমএস রকেট দিয়ে রাশিয়ায় হামলার অনুমোদন দেওয়া হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

এম