বড় হামলার হুমকিতে কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৫:১৯ পিএম

ঢাকা: ইউক্রেনের রাজধানী কিয়েভে দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বড় ধরনের বিমান হামলার’ সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) মার্কিন দূতাবাসের এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হয়েছে এবং দূতাবাস কর্মীদের তাদের অবস্থান থেকে সরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে’।

একই সঙ্গে বিমান হামলার সতর্কতা জারি হলে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

[237708]

এদিকে বুধবার ভোরে কিয়েভে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কিয়েভ সিটি মিলিটারি প্রশাসনের প্রধান সেরহি পপকো জানিয়েছেন, ড্রোন হামলার ধ্বংসাবশেষ শহরের ডনিপ্রোভস্কি এলাকায় পড়েছে।

তিনি এক টেলিগ্রাম বার্তায় জানান, ‘ড্রোন হামলার ঘটনায় একটি বহুতল আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে। হতাহতের তথ্য যাচাই করা হচ্ছে‘।

[237706]

সাম্প্রতিক সময়ে রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং ইউক্রেনজুড়ে বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত হানায় ব্যাপক ব্ল্যাকআউটের ঘটনা ঘটছে।

সূত্র: এনবিসি নিউজ

আইএ