ঢাকা: সংযুক্ত আরব-আমিরাতের রাজধানী আবুধাবিতে জভি কোহান নামের এক ইহুদি রাব্বি (যাজক) নিখোঁজ হয়েছেন। এ ঘটনা নিয়ে গোয়েন্দা সংস্থা মোসাদ তদন্ত করছে বলে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) নিশ্চিত করেছে।
রোববার (২৪ নভেম্বর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়, কোহান বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
[238003]
সেই সঙ্গে বিবৃতিতে ইসরাইলি নাগরিকদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) কেবল জরুরি প্রয়োজনেই সংযুক্ত আরব আমিরাত সফর করার পরামর্শ দিয়েছে।
ইহুদি রাব্বি কোহানের নিখোঁজ হওয়ার নেপথ্য কারণ বা এ বিষয়ে কোনো সন্দেহভাজনের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
[238002]
ইসরাইলি কর্তৃপক্ষ এ ঘটনাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।
এদিকে ইহুদি রাব্বি নিখোঁজের বিষয়ে মোসাদের তদন্ত কিভাবে অগ্রসর হয় এবং এই রহস্য কিভাবে উন্মোচিত হয়, তা সময়ই বলে দেবে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
আইএ