টিপু সুলতানকে ‘ইতিহাসের জটিল চরিত্র’ বললেন জয়শঙ্কর

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ১২:৫৮ পিএম

ঢাকা : ইংরেজ দখলদারদের বিরুদ্ধে অসম সাহসিকতার সঙ্গে লড়াই করা টিপু সুলতানকে ইতিহাসের অত্যন্ত জটিল চরিত্র হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ‘টিপু সুলতান প্রকৃতপক্ষে ইতিহাসের একটি অত্যন্ত জটিল চরিত্র।’

শনিবার (৩০ ডিসেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন জয়শঙ্কর।

‘টিপু সুলতান: দ্য সাগা অব দ্য মহীশূর ইন্টারেগনাম’ শিরোনামের বইটির লেখক ভারতীয় ইতিহাসবিদ বিক্রম সম্পাথ।

ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান। নিজের রাজ্য রক্ষায় তিনি ইংরেজদের বিরুদ্ধে সাহসী লড়াই করেছিলেন। এ জন্য তিনি ‘টাইগার অব মহীশূর’ (মহীশূরের বাঘ) উপাধি পেয়েছিলেন।

[238568]

১৭৯৯ সালে ইংরেজ বাহিনী মহীশূরের রাজধানী সেরিঙ্গাপটমে আক্রমণ চালিয়ে টিপু সুলতানকে হত্যা করে। আগে মহীশূর ভারতের একটি রাজ্য থাকলেও এখন নাম বদলে হয়েছে কর্ণাটক। রাজধানী বেঙ্গালুরু।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গতকাল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে টিপু সুলতানকে ‘প্রকৃতপক্ষে ইতিহাসের অত্যন্ত জটিল এক চরিত্র’ হিসেবে বর্ণনা করেন। এ ক্ষেত্রে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে টিপু সুলতানের প্রতিরোধ লড়াইয়ের পাশাপাশি তাঁর শাসনের ‘বিতর্কিত’ দিক তুলে ধরেন।

মহীশূর অঞ্চলে টিপু সুলতানের শাসনের ‘প্রতিকূল’ প্রভাব থাকার কথা বলেন জয়শঙ্কর। তার দাবি, ভারতীয় ইতিহাস ব্রিটিশদের বিরুদ্ধে টিপু সুলতানের লড়াইয়ের দিকটির প্রতি বেশি মনোযোগ দিয়েছে। তার শাসনের অন্য দিকগুলোকে ইতিহাস অবহেলা করেছে।

জয়শঙ্কর দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অধীনে ভারত বিকল্প নানা দৃষ্টিভঙ্গির উত্থান দেখেছে।

জয়শঙ্কর বলেন, ‘আমরা আর ভোটব্যাংকে বন্দী নই, পীড়াদায়ক সত্য প্রকাশ করা রাজনৈতিকভাবে ভুল নয়।’

এমটিআই