ঢাকা: সিরিয়ার বিভিন্ন স্থানে যুদ্ধবিমান নিয়ে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৯ ডিসেম্বর) সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, এমনকি রাজধানী দামেস্কেও হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সামরিক লক্ষ্যবস্তুতে ১০০টিরও বেশি হামলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি গবেষণা কেন্দ্রও ছিল, যা রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। বিশেষ করে ওই কেন্দ্রটি রকেট উন্নয়নের জন্য ইরানি বিজ্ঞানীদের দ্বারা ব্যবহৃত হতো বলে মনে করা হচ্ছে।
[239311]
এসওএইচআর জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েল শতাধিক বিমান হামলা চালিয়েছে।
এই হামলার ঘটনা এমন সময়ে ঘটছে যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার কর্তৃপক্ষকে সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র মজুদ নিরাপদে রাখার জন্য সতর্ক করেছে।
ইসরায়েলের দাবি, আসাদ শাসনের পতনের পর অস্ত্র যেন ‘উগ্রপন্থীদের হাতে না পড়ে’ তা নিশ্চিত করতেই তারা এ পদক্ষেপ নিচ্ছে।
এছাড়া সিরিয়ার তিনটি বিমানবন্দর ও সামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।
সিরিয়ার সিভিল ডিফেন্স যা হোয়াইট হেলমেটস নামেও পরিচিত জানিয়েছে যে ইসরায়েলের হামলার পর দামেস্কের উপকণ্ঠে অবস্থিত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোর একটি এলাকায় আগুন ধরে যায়। পরে তাদের দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
এম