সিরিয়ার ১৮ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৪:১৯ পিএম

ঢাকা: দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী অনুপ্রবেশ ঘটিয়ে রাজধানী দামেস্কের প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পৌঁছেছে। 

দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্র এবং একটি সিরিয়ার নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গরবার (১০ ডিসেম্বর) এই খবর জানানো হয়।

হেরমনের পাহাড়কে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এটি দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা এবং অধিকৃত গোলান মালভূমি পর্যবেক্ষণের সুযোগ দেয়। এই অঞ্চল দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের এই পদক্ষেপ সাময়িক এবং এর উদ্দেশ্য হলো অধিকৃত গোলান মালভূমির পাশের এলাকাগুলোকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করা।

[239327]

এর আগে, গত রোববার (৮ ডিসেম্বর) বাশার আল-আসাদের সরকারের পতনের পরপরই সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বড় অংশ দখল করে ইসরায়েল। অঞ্চলটির পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঘরে থাকারও নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করেছে তাদের বাহিনী। ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অঞ্চলটিতে এই বাফার জোন ঘোষণা করা হয়েছিল।

নেতানিয়াহু বলেন, পুরোনো ওই চুক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে। সিরীয় সেনারা তাদের অবস্থান ছেড়ে চলে যাওয়ায় আমরা বাধ্য হয়েছি এমন পদক্ষেপ নিতে। তিনি বলেন, আমাদের সীমানায় কোনো শত্রু শক্তির উপস্থিতি আমরা বরদাশত করবো না।

এআর