ঢাকা : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলা মীমাংসা করতে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ পরিশোধে সম্মত হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। এবিসি নিউজের জনপ্রিয় সংবাদ উপস্থাপক জর্জ স্টেফানোপোলাসের এক মন্তব্যের খেসারত দিতে হল প্রতিষ্ঠানটিকে।
স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) এবিসি নিউজ এ সিদ্ধান্তের কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মামলায় অভিযোগ ছিল, গণমাধ্যমটির তারকা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি (ট্রাম্প) "ধর্ষণের জন্য দায়ী"।
জর্জ স্টেফানোপোলাস চলতি বছরের ১০ই মার্চ সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান কংগ্রেসপার্সন ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকার নেয়ার সময় বারবার এই মন্তব্য করেছেন, যেখানে তিনি ন্যান্সিকে প্রশ্ন করছিলেন, কেন তিনি ট্রাম্পকে সমর্থন করেন।
[239723]
বিবিসি আরও জানায়, মীমাংসার শর্ত হিসেবে, স্টেফানোপোলাসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে এবিসি নিউজ। প্রতিষ্ঠানটি ট্রাম্পের পক্ষে একটি 'প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম' স্থাপনের জন্য দেড় কোটি ডলার প্রদান করবে। এছাড়াও, ট্রাম্পের আইনি খরচের জন্য ১০ লাখ ডলার দেবে তারা।
মীমাংসার শর্তানুসারে, এবিসি নিউজ চলতি বছরের ১০ই মার্চ অনলাইনে প্রকাশিত তাদের প্রতিবেদনের নিচে একটি এডিটরের নোট যোগ করবে।
সে নোটে লেখা থাকবে: "এবিসি নিউজ এবং জর্জ স্টেফানোপোলাস প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প সম্পর্কে ১০ই মার্চ ২০২৪ এবিসি'র 'দিস উইক' অনুষ্ঠানে জর্জ স্টেফানোপোলাসের সাথে প্রতিনিধি ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকারে মি. ট্রাম্পকে নিয়ে করা মন্তব্যের জন্য অনুতপ্ত।"
এদিকে মামলা মীমাংসার পর এবিসি নিউজের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “তাদের প্রতিষ্ঠান সন্তুষ্ট যে উভয় পক্ষ আদালতে দাখিল করা শর্ত অনুযায়ী মামলা মিটমাট করেছে।"
২০২৩ সালে নিউ ইয়র্কের একটি আদালত রায় দিয়েছিল, ম্যাগাজিন কলামিস্ট ই. জিন ক্যারলকে যৌন নির্যাতন করেছেন ট্রাম্প। যৌন নির্যাতন ও মানহানির জন্য ট্রাম্পকে পৃথক দুই মামলায় দায়ী করে আদালত। তবে আদালত উল্লেখ করে যে, নিউ ইয়র্কের আইনে সুনির্দিষ্ট সংজ্ঞা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি। এক মামলায় ক্যারলকে আট কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ প্রদানের জন্য ট্রাম্পের প্রতি নির্দেশনা জারি করা হয়।
এর আগে কমলা হ্যারিসের সাথে একটি সাক্ষাৎকার নিয়ে "প্রতারণামূলক আচরণ" করার জন্য বিবিসির মার্কিন সম্প্রচার অংশীদার সিবিএস-এর বিরুদ্ধেও মামলা করেছেন ট্রাম্প। এছাড়া ২০২৩ সালে সিএনএনের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন তিনি। তার অভিযোগ, অ্যাডলফ হিটলারের সঙ্গে তাকে তুলনা করেছে প্রতিষ্ঠানটি। অবশ্য এই মামলাটি খারিজ হয়। এছাড়া নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে করা মামলাও বাতিল হয়েছে।
এমটিআই