ক্ষমতা হারাবার ১৫ দিনেই বাশারকে ডিভোর্স দিতে চান স্ত্রী!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৭:৪৯ পিএম

ঢাকা : সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখন কঠিন সময় পার করছেন। এর মধ্যেই তাকে ডিভোর্স দিতে চান জীবনসঙ্গী আসমা আল আসাদ। জানা গেছে, স্বামীকে ছেড়ে তিনি যুক্তরাজ্যে ফিরতে যাচ্ছেন।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, আসমা মস্কোতে থাকতে চাইছেন না। ক্ষমতাচ্যুত স্বামী সেখানে নির্বাসিত জীবনযাপন করলেও হাঁপিয়ে উঠেছেন তিনি। ফলে রাশিয়া ছাড়ার জন্য আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছেন। আবেদনটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

[240302]

১৯৭৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন আসমা। তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের সঙ্গে তার বিয়ে হয়।

এই দম্পতির তিন সন্তান। হাফেজ, জেইন এবং করিম। সিরিয়ায় বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে আসমা তার সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন বলে শোনা যায়।

এমটিআই