ঢাকা : ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন।
তসলিমা দাবি করেন, শেখ হাসিনা তার পৈতৃক সম্পত্তি বিষয়ক কার্যক্রমে বাধা দিয়েছেন এবং তার বোনের কাছে পাওয়ার অব অ্যাটর্নি নথি সত্যায়িত করতে দেননি।
তাছাড়া, তসলিমার আত্মজীবনীমূলক বই 'আমার মেয়েবেলা' শেখ হাসিনার শাসনামলে নিষিদ্ধ হয়েছিল, যা তসলিমা হিংসা ও দম্ভের ফলস্বরূপ বলে দাবি করেন। তসলিমা জানান, তার বাবা মারা যাওয়ার সময় দেশে ফিরে বাবাকে শেষবারের মতো দেখতে চাইলেও শেখ হাসিনা তার অনুরোধ উপেক্ষা করেন।
[241005]
তিনি বলেন, শেখ হাসিনা অন্যদের বাবার প্রতি সহমর্মিতা দেখাননি। তসলিমার ভাষায়, ‘তিনি নিজের বাবাকে নিয়ে হাহাকার করতেন, অথচ অন্যের বাবার প্রতি কোনো সহমর্মিতা দেখাননি।’
তসলিমা দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে প্রকাশকদের তার বই প্রকাশ করতে ভয় পেতে হতো। কারণ, তারা ধারণা করতেন তার বই প্রকাশ করলে তাদের ওপর হেনস্তা নেমে আসতে পারে।
এমটিআই