ঢাকা : বেশ কয়েক দিন ধরেই পুলিশে কাছে খবর আসছিল শহরের কয়েকটি স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ চলছে। এ খবরে পুলিশ ওই স্পা সেন্টারগুলোতে অভিযান চালানোর পরিকল্পনা করে। যা ভাবা সেই কাজ। গত শনিবার ১৮টি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করে নারী এবং পুরুষসহ ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা স্পা সেন্টারগুলোতে অসামাজিক কার্যকলাপ চালানোর প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে।
[241110]
রোববার (৫ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৩৫ জন নারী রয়েছেন। তদন্তকারী এক কর্মকর্তা জানান, বেশ কয়েক দিন ধরেই তাদের কাছে খবর আসছিল শহরের কয়েকটি স্পা সেন্টারে যৌনব্যবসা চলছে। স্থানীয় সূত্রকে কাজে লাগিয়ে খোঁজ নেয় পুলিশ। ওই স্পা সেন্টারগুলোতে প্রতি দিনই সন্দেহজনকভাবে লোকজনের আনাগোনা চলত। তা দেখেই স্থানীয়দের সন্দেহ হয়। শহরের বিভিন্ন থানায় একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ।
[241107]
২৫০ জনের একটি দল গঠন করে কমলা নগর, এমপি নগর, হাবিবগঞ্জ এবং বাগ সেওয়ানিয়ার ১৮টি স্পা সেন্টারে তল্লাশি চালানো হয়। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। ওই সেন্টারগুলো থেকে বহু নথি এবং অশ্লীল জিনিস উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এমটিআই