ঢাকা: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অর্ধশতাধিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৬২ জন। বাংলাদেশ সময় সকাল ১১টা ৯ মিনিটে এমন তথ্য জানিয়েছে এএফপি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় তিব্বতে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এসব তথ্য নিশ্চিত করেছে।
[241192]
সিনহুয়া বলছে, রিখটার স্কেলে ডিংরির সিগেজের সিজাংয়ে এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক আট।
যদিও কোনো কোনো গণমাধ্যম এই মাত্রাকে আরও বেশি বলে জনিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস বলছে, নেপাল সীমান্তের কাছে তিব্বতের জিজাংয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক এক মাত্রার।
এসআই
এসআই