জিম্মি অবস্থায় ইসলাম গ্রহণকারী সেই তালেবান ভক্তের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০২:১৩ পিএম

ঢাকা: আফগানিস্তানে জিম্মি থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণকারী অস্ট্রেলিয়ান টিমোথি উইকস মারা গেছেন। ইসলামে প্রবেশের পর তিনি নিজের নাম জিব্রাইল ওমর রেখেছিলেন।

বুধবার (৮ জানুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ। খবর সামাটিভির। 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, দীর্ঘ সময় ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর তিনি মারা গেছেন।

[241389]

ওমর একজন শিক্ষাবিদ ছিলেন। তিনি ২০১৬ সালের কাবুলের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় তার এক আমেরিকান সহকর্মীর সঙ্গে অপহৃত হন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি জিম্মি ছিলেন। ২০১৯ সালে তালেবানদের সঙ্গে বন্দি বিনিময়ের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়। 

বন্দিদশায় ইসলাম গ্রহণকারী ওমর ২০২২ সালে আফগানিস্তানে ফিরে আসার সিদ্ধান্ত নেন, যখন তালেবানরা দেশটির নিয়ন্ত্রণ ফিরে পায়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আফগানিস্তান এবং ইসলামিক আমিরাতের প্রতি তার গভীর অনুরাগ ছিল। তালেবানদের বিজয় উদযাপন করতে তিনি কাবুলে ফিরে এসেছিলেন।

[241376]

ওমর কাবুলে একজন ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করতেন এবং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য তার নিষ্ঠার জন্য বিখ্যাত ছিলেন। আফগানিস্তানে থাকাকালীন, তিনি ধর্ম সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন প্রদেশে ভ্রমণ করেছিলেন। 

তালেবান সরকার এক বিবৃতিতে তার পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

আইএ