ঢাকা : দীর্ঘ ১৫ মাসের ধ্বংসযজ্ঞের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় অবসান হতে যাচ্ছে ইসরায়েলের বর্বর আগ্রাসনের।
তবে এই চুক্তির কৃতিত্ব দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়েই। খবর বিবিসি ও এপি।
যুদ্ধবিরতিতে ইসরায়েল ও হামাস সম্মতের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
[241864]
উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘গত নভেম্বরে আমাদের ঐতিহাসিক বিজয়ের কারণেই এই মহাকা্ব্যীয় যুদ্ধবিরতি চুক্তি ঘটেছে। এই চুক্তি সমগ্র বিশ্বকে ইঙ্গিত দেয় যে আমার প্রশাসন শান্তি চায় এবং সমস্ত আমেরিকান এবং আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
ট্রাম্প আরও বলেন, "আমি রোমাঞ্চিত যে আমেরিকান এবং ইসরায়েলি জিম্মিরা তাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে পুনরায় মিলিত হতে দেশে ফিরে আসবে।"
পোস্টে ট্রাম্প জানান যে তার প্রশাসনের মধ্যপ্রাচ্যের দূত স্টিভ উইটকফ, কাতারের দোহাতে যুদ্ধবিরতির চুক্তি আলোচনায় অংশ নিয়েছিলেন। তিনি জানান, ‘গাজা আর কখনও যেন সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয় তা নিশ্চিত করতে ইসরায়েল এবং আমাদের মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়া হবে।"
এদিকে এই যুদ্ধবিরতির চুক্তির কর্তৃত্ব দাবি করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও। ইসরায়েল ও হামাস চুক্তিতে সম্মত হওয়ার পর হোয়াইট হাউসে এক সম্মেলনে এ দাবি করেন তিনি।
[241862]
বাইডেন বলেন, ‘আমি অন্তরের অন্তঃস্থল থেকে সন্তুষ্ট। আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ যুদ্ধের মধ্যস্থতাকারীদের ব্যাপক কূটনৈতিক তৎপরতার ফলেই এ চুক্তি সম্ভব হয়েছে।”
তিনি বলেন, ‘আমার কূটনীতি কখনই এই কাজটি সম্পন্ন করার প্রচেষ্টা বন্ধ করেনি। এটি কেবলমাত্র হামাস চরম চাপের মধ্যে ছিল, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের দুর্বলতার পরে পরিবর্তিত আঞ্চলিক সমীকরণের ফলাফল নয়, বরং কঠোর এবং শ্রমসাধ্য মার্কিন কূটনীতির ফলাফল।‘
চূড়ান্ত চুক্তি অনুযায়ী, বাইডেন যেদিন বিদায় নেবেন— তার একদিন আগে ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হবে গাজায়।
এমটিআই