৪৩তম বিসিএসে আবেদন করবেন যেভাবে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০, ০৯:০৬ পিএম
৪৩তম বিসিএসে আবেদন করবেন যেভাবে

ঢাকা: ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ৩০-১২-২০২০ থেকে। আবেদন করা যাবে ৩১-০১-২০২১ পর্যন্ত।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে (বেতার) ৪৩, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ১৯ জন।

আবেদনের যোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩১-০১-২০২১  তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।

পুরো বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

সোনালীনিউজ/এইচএন

AddThis Website Tools