ঢাকা : বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সৈনিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসারে আবেদন করতে হবে। তবে প্রতারণা অথবা লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দিলে চাকরির যেকোনো পর্যায়ে বহিষ্কার করা হবে বলে সতর্কও করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম- সৈনিক
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে।
আবেদন করার নূন্যতম যোগ্যতা
আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কমপক্ষে ১৭ বছর বয়স হতে হবে। এবং ২১ বছরের বেশি হলে আবেদন করা যাবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নূন্যতম এসএসসি পাস লাগবে।
অপরদিকে উচ্চতা হিসেবে ৫ ফুট ৬ ইঞ্চি (পুরুষ), ৫ ফুট ১ ইঞ্চি (মহিলা) চাওয়া হয়েছে। ওজন হতে হবে ১১০ পাউন্ড (পুরুষ) ও ১০৪ পাউন্ড (মহিলা)
প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। তবে বিপত্নীক বা বিবাহ বিচ্ছেদকারী হলে চলবে না। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সাঁতার জানাও আবশ্যক।
যে পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে
প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদন ফি বাদ প্রদান করতে হবে ২০০ টাকা। এসএম আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত।