ঢাকা : সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটিতে চার ক্যাটাগরির পদে মোট ২৬ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
পদসংখ্যা: ৪টি
জনবল নিয়োগ: ২৬ জন
১. পদ: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৯
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রোসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্মনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
[217744]
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে বিভাগে স্নাতক বা সমমান পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্মনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
বয়স: ৩০ বছর
৩. পদ: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রোসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৪. পদ: অফিস সহায়ক
পদসংখ্যা: ১২
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্মনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়স: ১৮-৩০ বছর।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: দেশের যেকোন স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদন ফি: ১-৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়: ১৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত।
এমটিআই