ইস্টার্ন ব্যাংকে অফিসার পদে চাকরি, লাগবে কম্পিউটারে দক্ষতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০১:২০ পিএম

ঢাকা : সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকিং খাতের বেসরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে কার্ডস অ্যাকুইজিশন বিভাগে ট্রেইনি অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

বিভাগ: কার্ডস অ্যাকুইজিশন।

পদ: ট্রেইনি অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি

অতিরিক্ত যোগ্যতা: ইংরেজি ও বাংলায় ভালো মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

[219171]

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বেতন: ২৮,০০০ টাকা (মাসিক)।

অন্যান্য সুযোগ-সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

[219159]

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৪।

সূত্র: বিডিজবস।

এমটিআই