কেমন কাটবে ছুটির দিন, জেনে নিন রাশিফলে

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৯:৩৬ এএম

ঢাকা: আজ ২৭ সেপ্টেম্বর, শুক্রবার ২০২৪। আজকের তারিখে জন্ম হলে আপনি তুলা রাশির জাতক/জাতিকা।  ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতে কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ রাশি: সাংসারিক বিবাদের অবশান হবে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের দিন। কোথাও বেড়াতে যেতে পারেন।

বৃষ রাশি: শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। আজ কাজের লোক বদল করতে পারেন। অণৈতিক কোনো কাজে না যাওয়াই উত্তম। রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে।

মিথুন রাশি: প্রেম ভালোবাসায় আসবে সাফল্য। সৃজনশীল প্রতিভাধারীদের ভালো রোজগারের যোগ। নতুন নতুন কাজের সু সংবাদ পাবেন। সন্তান প্রাপ্তির যোগ প্রবল।

কর্কট রাশি: আজ গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে। পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত পুরোন বিরোধের অবশান আশা করতে পারেন।

সিংহ রাশি: সকল প্রকার মধ্যস্ততার কাজে ভালো রোজগারের দিন। সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটম্বর সাহায্য লাভ। গণমাধ্যমে কাজের সুযোগ আসবে। ব্যবসায়ীক প্রচার প্রচারণা বৃদ্ধি।

কন্যা রাশি: আজ বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। ধারের টাকা আদায় হবে। ব্যবসা বাণিজ্যে ভালো লাভের আশা। সামাজিক কোনো নিমন্ত্রণ রক্ষা করতে পারেন। সঞ্চয়ের সুযোগ আসবে।

তুলা রাশি: পারিবারিক জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে চলেছে। মানসিক ভাবে চাঙ্গা থাকবেন। রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীরা সফল হবেন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে উন্নতির আশা।

বৃশ্চিক রাশি: বৈদেশিক কাজে অগ্রগতির দিন। জীবিকার জন্য বিদেশ যাত্রা। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগারের দিন। প্রবাসীদের কর্মউন্নতি হবে।

ধনু রাশি: আজ বড় বোনের বিয়ে ঠিক হতে পারে। বাড়িতে বন্ধুদের আগমন যোগ। ব্যবসায়ীক কাজে উন্নতি হবে। সৃজনশীল প্রতিভার জন্য অর্থ লাভ। বাড়িতে আত্মীয়দের আগমন।

মকর রাশি: ব্যবসা বাণিজ্যে উন্নতির দিন। সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন। চাকরি সংক্রান্ত তদবিরে উন্নতি। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। পিতার সাহায্য লাভ।

কুম্ভ রাশি: ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক প্রশান্তি। ভাগ্য উন্নতির সুযোগ আসবে। পারিবারিক জীবনে কোনো গুরুজনের দোয়া ও আশীর্বাদ পাবেন। বিদেশ যাত্রায় সফলতা।

মীন রাশি: পারিবারিক কোনো বিষয়ে ঝামেলা দেখা দেবে। হটাৎ করেই ঋণ যোগ প্রবল। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। পাওনাদারের সাথে দেখা হবে।

এসএস