ঢাকা: অনেকেই আছেন মোহকে ভালোবাসা ভেবে ভুল করেন। কাউকে পছন্দ হলেই মনে করেন এই বুঝি ভালোবাসা। কিন্তু তাৎক্ষনিকভাবে কাউকে ভাল লাগাটাই ভালোবাসা নয়। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা বুঝবার কয়েকটি উপায় রয়েছে।
[240582]
১. তাৎক্ষনিকভাবে কাউকে ভাল লাগলে সেটা হয় মোহ। আর ভালোবাসা ধীরে ধীরে জন্ম নেয়।
২. মোহ’র সঙ্গে শরীরের একটা আকর্ষণ থাকে। ভালোবাসার অনুভূতি হয় হৃদয়ের গভীর থেকে।
৩.মোহ’র কারণে মানুষ কারো প্রতি অযৌক্তিক কিংবা পাগলের মতো আচরণ করে । ভালোবাসা মনকে শান্ত করে।
৪. মোহ তীব্র হয়।কিন্তু এর স্থায়ীত্ব খুব কম সময় থাকে। অন্যদিকে ভালোবাসার অনুভূতি কখনও শেষ হয় না।
৫. মোহ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। ভালোবাসা অনেক বেশি নিয়ন্ত্রণাধীন।
৬.মোহ’র সঙ্গে কোনো উদ্দেশ্য জড়িত থাকে। ভালোবাসার কোন উদ্দেশ্য থাকে না।
৭.মোহ মানুষকে হিংসাপরায়ন ও আসক্ত করে তোলে। ভালোবাসা অন্যকে বুঝতে সাহায্য করে, বিশ্বাস তৈরি করে।
[240478]
৮. মোহ সংকীর্ণ করে, ভালোবাসা গভীরতা বাড়ায়।
৯.মোহ স্বার্থপর বানায়, ভালোবাসা দয়ালু করে।
১০. মোহ ছোট জিনিসকেও বড় করে তোলে। ভালোবাসা সবকিছু ছেড়ে দেয়।
১১. মোহ আধিপত্যপ্রবণ করে তোলে। ভালোবাসা মহান তৈরি করে।
১২. মোহ শত্রুতা তৈরি করে। আর ভালোবাসা ক্ষমা করে দেয়।
১৩.মোহ নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। ভালোবাসার কোনো সময়সীমা নেই।
১৪.কিছু পাওয়ার আশা নিয়ে মোহ জন্মায়। বন্ধুত্বের মধ্য দিয়ে ভালোবাসা তৈরি হয়।
১৫. মোহ একজনকে ধবংস করে। আর ভালোবাসা একজনকে পরিপূর্ণ হতে সাহায্য করে।
আইএ