সংগীতশিল্পী বারী সিদ্দিকীর জন্মদিন আজ

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০, ০১:৩১ পিএম

ঢাকা: বারী সিদ্দিকী [১৯৫৪-২০১৭] খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সংগীত অনুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন।

১২ বছর বয়সে নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে সংগীতে তালিম নেন। তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণী শিল্পীর সান্নিধ্য লাভ করেন। পরে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনা করেন। বাঁশির প্রতি আগ্রহী হয়ে উচ্চাঙ্গসংগীতেও প্রশিক্ষণ নেন। নব্বইয়ের দশকে ভারতের পুনেতে গিয়ে পণ্ডিত ভিজি কার্নাডের কাছে তালিম নেন বারী সিদ্দিকী। দেশে ফিরে লোকগীতির সঙ্গে ক্লাসিক মিউজিকের সম্মিলনে গান গাওয়া শুরু করেন।

বারী সিদ্দিকী মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান গেয়েছেন। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে- শুয়া চান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, সাড়ে তিন হাত কবর, পুবালি বাতাসে, তুমি থাকো কারাগারে, রজনী প্রভৃতি। ২০১৭ সালের ২৪ নভেম্বর মৃত্যু হয় এই গুণী শিল্পীর। 

সোনালীনিউজ/টিআই