অভিভাসী

  • ইয়াসমিন আহমেদ | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৫:৫৬ পিএম

তুমি বসন্ত,
তুমি বরষা,
আমার খোঁপার চাঁপা ফুল।
ওগো হৃদয় ছোঁয়া প্লাবন,
থমকে যেওনা...
আসুক বার বার সেই স্বপ্নন।
ভরা বাদলের কালো আকাশ, 
সব্যসাচী শান্ত চোখ,
পাপড়ি মেলানো কালো বাবড়ি।
তৃষ্ণার্ত-
বাদল রাতের লাজুক পায়ে,
লাজুক অভিসার। 
ঘাস ফুল, নোলক, কাচ নীল টিপ।
দাওনা নীল জামদানী!
খুব কি দামি?