মাতৃভাষা দিবসে বইমেলায় মানুষের ঢল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৪:০০ পিএম

ঢাকা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকাল থেকেই খুলেছে অমর একুশে বইমেলা। অমর একুশে গ্রন্থমেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। সকাল থেকে মেলাপ্রাঙ্গণে বেড়েছে নানা বয়সী মানুষের আনাগোনা।

বিভিন্ন স্টলে ভিড় করছেন নানান শ্রেণি-পেশার মানুষ। প্রিয়জনদের সঙ্গে নিয়ে তাদের পছন্দের বইটি কিনছেন। শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন, সেখানকার আনুষ্ঠানিকতা সেরে অনেকেই বইমেলায় এসেছেন। বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেধে মেলায় এসেছেন, বাই হাতে নিয়ে পড়ছেন, নেড়েচেড়ে দেখছেন।

[217970]

বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন গড়ে একশটি বই প্রকাশিত হচ্ছে। তার মধ্যে বেশির ভাগ কবিতার বই। এখন পর্যন্ত ৬৪০টি কবিতার বই প্রকাশিত হয়েছে। এর পরে রয়েছে উপন্যাস ৩৪০টি।

মেলায় আসা দর্শনার্থীরা বলেছেন, পরিবেশ অনেকটা ভালো। তবে ধর্মীয় বইয়ের সংখ্যা কিছুটা কম। তারা ইসলামিক বইয়ের সংখ্যা আরও বাড়ানোর আশা প্রকাশ করেন। বিক্রেতারও আজকের দিনে তুলনামূলক বেশি বই বিক্রি হবে বলে আশা করছেন।

এমটিআই