ঢাকা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নে আগামীকাল বুধবার (৬ অক্টোবর) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এ বিষয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমরা ১ অক্টোবর থেকে মোবাইল কোর্ট পরিচালনার কথা বলেছিলাম। কিন্তু আজ পর্যন্ত তাদের সময় দিলাম। কাল থেকে ক্লিনফিড ছাড়া কোনো চ্যানেল চালালে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।
আইন বাস্তবায়নে সরকার কঠোর অবস্থান নেওয়ায় বিজ্ঞাপন দেখায় এমন টেলিভিশনের পাশাপাশি ক্লিন ফিড দেয়া টেলিভিশনগুলোর সম্প্রচারও গত শুক্রবার (১ অক্টোবর) থেকে বন্ধ রেখেছিলেন পরিবেশক ও কেবল অপারেটররা।
সোনালীনিউজ/এমটিআই