গণমাধ্যমকর্মী আতিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৭:৫৬ পিএম

ঢাকা: গণমাধ্যমকর্মী মো. আতিকুর রহমান এর হত্যার প্রতিবাদ, বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিজনেস পোস্ট এবং দৈনিক আমাদের সময় পত্রিকার কর্মরত তার সহকর্মীরা।

বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁও এলাকায়, পত্রিকা দুটির অফিস প্রাঙ্গণে বক্তারা এই দাবি জানান। এসময় উভয় পত্রিকার সাংবাদিক, প্রশাসনিক র্কমর্কতা, সহ-সম্পাদক ছাড়াও বিভিন্ন স্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মো. আতকিুর রহমান দি বিজনেস পোস্ট এর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্ট সোমবার সকাল ১১টার দিকে নগরীর শনির আখড়া এলাকায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ওই সময় উক্ত অঞ্চলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত, সংঘর্ষ চলছিল।

সোমবার রাত ১০টার দিকে আতিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাওয়া যায়। পরে জানা যায় ওই দিন দুপুর ১টার দিকে আতিকের মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। 

সোমবার রাতেই তার মরদেহ বরিশালের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ৬ ও ২ বছরের দুটি সন্তান রেখে গেছেন আতিক।

মানবন্ধনে দি বিজনেস পোস্ট এবং দৈনিক আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুল আলম বলেন, ‘‘অত্যন্ত দক্ষ একজন সহর্কমীকে আমরা হারালাম। দেশে যে নৈরাজ্য, সহিংসতা এবং সংঘাত চলছে তার বলি হয়ে গেলে আতিকুর রহমান। যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করবে তাদের কাছে আতিক হত্যার তদন্ত ও দোষীদের বিচার দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আর কোন সংবাদকর্মী বা নাগরিককে হত্যার শিকার হতে না হয়।” 

আতিক শহীদ হয়েছেন উল্লেখ করে মাইনুল আলম বলেন, ‘‘আমরা আজ শপথ নিচ্ছি শহীদ আতিকের স্বপ্নকে আমাদের কর্মের মধ্য দিয়ে বাস্তবায়ন করবো। তার পরিবার আজ অভিভাবক শুন্য হয়ে গেছেন। এই রাষ্ট্রকে তার পরিবারের দায়িত্ব নিতে হবে।’’ 

নতুন নিয়োগ পাওয়া পুলিশ প্রশাসনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমরা পুলিশ প্রশাসনকে বলব আপনারা আইনশৃঙ্খলা ফিরিয়ে আনুন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রতিটি সংবাদ মাধ্যমকে অগ্রাধিকার ভাবে নিরাপত্তা দিন।’’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় এর র্বাতা সম্পাদক আশরাফুল ইসলাম, দি বিজনেস পোস্ট এর ডেপুটি চিফ রিপোর্টার মুহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, স্টক পাতার ইনচার্জ নিয়াজ মাহমুদ এবং গ্রাফক্সি ইনর্চাজ মাহবুব আলম। 

আইএ