পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক সেলিম

  • পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৭:২৯ পিএম

বরগুনা: ‎বরগুনার পাথরঘাটা ঐতিহ্যবাহী পাথরঘাটা প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে যায়যায়দিনের পাথরঘাটা প্রতিনিধি মুহম্মদ নজমুল হক সেলিম নির্বাচিত হয়েছেন।

‎রোববার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনজন নির্বাচন কর্মকর্তার অধীনে নির্বাচন শুরু হয়। পরে বিকেল সাড়ে চারটায় নির্বাচন শেষ হলে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা এফ এম জাফর সাদিক নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

[240329]

অন্য দুই নির্বাচন কর্মকর্তারা হলেন পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম ও বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল হাসান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে চার জন। তারা হলেন, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে জনকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি বিনয় ভূষন কর্মকার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তারিকুল ইসলাম (কাজী রাকিব), অর্থ সম্পাদক সোনালী নিউজের পাথরঘাটা প্রতিনিধি মাহমুদুর রহমান রনি, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন।

এসএস