সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০, ১১:১০ এএম
স্কীনশর্ট ছবি

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে হয়েছে। এদিন প্রথম ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৪০০ কোটি টাকার। 

সোমবার (২৮ ডিসেম্বর) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে সোমবার  ব্রড ইনডেক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩৮ পয়েন্টে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ২ পয়েন্ট বেড়ে হয়েছে ১২২৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯১৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, দর কমেছে ৭০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯০টির। 

আজ টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৫৩ লাখ ২ হাজার টাকা।

সোনালীনিউজ/এএস