কবে থেকে করোনার টিকা দেয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০১:১০ পিএম
ফাইল ফটো

ঢাকা: বিশেষ বিমানে করে দেশে এসে পৌঁছাছে বাংলাদেশকে প্রতিশ্রুতি দেয়া ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ করোনার টিকা। আর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ আগামী ২৫ জানুয়ারি দেশে পৌঁছানোর কথা রয়েছে। পরে দফায় দফায় বাকি টিকা দেশে পৌঁছাবে।

এদিকে, দেশে ভারত সরকারে উপহারের টিকা পৌঁছানোর পর পরই সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি কবে থেকে শুরু হতে যাচ্ছে তা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামি ৮ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১২ দিকে আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যেমন সফল হয়েছে, ভ্যাকসিন প্রয়োগেও তেমনি সফল হবে। করোনা টিকা নিয়ে গুজবে কান না দিতেও আহ্বান জানান তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মিজ সাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এন এনায়েত হোসেন, এ  ইচইডি প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সারোয়ার প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচ