ঢাকা: করোনার টিকা পেতে জরুরি ভিত্তিতে চীনের উদ্যোগে ছয়টি দেশ নিয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’তে যোগ দিচ্ছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে করোনার টিকা নিয়ে দক্ষিণ এশিয়ার ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।
তিনি বলেন, যখন কোনো দেশের টিকা প্রয়োজন হবে তখন তারা এ সুবিধা থেকে সাহায্য নেবেন। তাছাড়া তারা তিনটি সুবিধা দেবে। একটি হচ্ছে- পোস্ট কোভিড প্রোভারট্রি অভিযোগ। দ্বিতীয়ত, করোনার কারণে দেশে দেশে যে দারিদ্রতা বাড়ছে তারা সেটা জানতে চায় এবং কীভাবে দারিদ্র না বাড়ে সেটারও সমধান করতে চায়।
তৃতীয়ত, করোনার কারণে সরাসরি বিক্রয় করতে না পারার কারণে তারা ই-কমার্স চালু করতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে এক দেশ আরেক দেশকে সাহায্য ও সহযোগিতা করবে এটার ওপর এ ছয়টি দেশ জোর দিয়েছে। বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করা দরকার সব করা হবে। ফোরাম ছাড়াও ভারতের কোভিড ফান্ডে আমরা অংশগ্রহণ করেছি।
সোনালীনিউজ/এমএইচ