সাড়ে ৩৬ লাখ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর অনুদান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২১, ১২:৪৫ এএম

ঢাকা : করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে কর্মহীন, অসহায় ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবারও দাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্তদের দুঃসময়ে আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী অনুদানের ঘোষণা করেছেন বলে জানিয়েছেন সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

শুক্রবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সাংবাদিকদের এই তথ্য জানান।

সচিব জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখের অধিক পরিবার প্রতি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯১২ দশমিক ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন।আগামী ২ মে থেকে এই সহায়তা বিতরণের দ্বিতীয় পর্ব চালু হবে।

সচিব বলেন, করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারকে আগামী ২মে থেকে ইলেকট্রনিক ট্রান্সফার ফান্ড (ইএফটি)’র মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

সচিব আরও বলেন, করোনা সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ‘জি টু পি’ (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) ব্যবহার করে নগদ সহায়তা দেওয়া হবে।

সোনালীনিউজ/এমটিআই