রেলপথে ভারত থেকে ৫০ হাজার টন চাল আসবে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২১, ০৪:৪৫ পিএম
ফাইল ফটো

ঢাকা: ভারত থেকে প্রথমবারের মতো রেলপথে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানি করতে যাচ্ছে সরকার। 

বুধবার (৫ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'দ্রুত চাল আনতে রেলপথে কোলকাতা থেকে প্রথমবারের মতো এই চাল আমদানি হবে।'

তিনি আরও বলেন, 'সৌরভ ইন্ডাস্ট্রিজ লি. এই চাল প্রতি টন ৩৮৬ ডলারে সরবরাহ করবে। এতে প্রতি কেজির দাম পড়বে ৩২ দশমিক ৭৩ টাকা।'

সোনালীনিউজ/এমএইচ