ঢাকা : করোনায় দেশের এ পর্যন্ত নির্বাচন কমিশনের ২১৬ জন কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ জন কর্মকর্তা-কর্মচারী।
শনিবার (১৪ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ২১৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৯ জন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ জন।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন বলেও জানান তিনি।
করোনাকালে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এনআইডি সেবা চালু রাখে নির্বাচন কমিশন। এই সেবা দিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে ইসি কর্মকর্তারা দাবি করেন।
সোনালীনিউজ/এমএএইচ