মাঠ প্রশাসনের কর্মচারীদের পদবী পরিবর্তন সংক্রান্ত অগ্রগতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৩:৩৫ পিএম

ঢাকা: বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন সংক্রান্ত এক নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৮ মার্চ) উপসচিব মাহফুজা আকতার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, মাঠ প্রশাসনে কর্মরত গ্রেড-১৩, গ্রেড-১৪ ও গ্রেড-১৫ ভুক্ত কর্মচারীদের পদবী পরিবর্তনের বিষয়টি পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় গ্রেড-১০ ভুক্ত প্রশাসনিক কর্মকর্তা পদের ফিডার পদ হিসেবে গ্রেড-১৩ ভুক্ত তিনটি পদ (অফিস সুপারিনটেনডেনট, সিএকাম উচ্চমান সহকারী ও সীটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) রয়েছে। পদোন্নতীর পদের সাথে সামঞ্জস্য রেখে ফিডার পদের পদবী যুগপযোগী করা সমীচীন হবে। 

এতে বলা হয়েছে, অফিস সুপারিনটেনডেনট, সিএকাম উচ্চমান সহকারী ও সীটলিপিকার কাম কম্পিউটার অপারেটরদের (গ্রেড-১৩) প্রস্তাবিত পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং সুপারিশকৃত পদের নাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা।

প্রধান সহকারী, ট্রেজার হিসাব রক্ষক, সীটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং পরিসংখ্যান সহকারী (গ্রেড-১৪) প্রস্তাবিত পদের নাম উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা-১ এবং সুপারিশকৃত পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা।

উচ্চমান সহকারী (গ্রেড-১৫) প্রস্তাবিত পদের নাম উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং সুপারিশকৃত পদের নাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা। 

সোনালীনিউজ/আইএ