ঢাকা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে চেনাতে আইফেল টাওয়ারের মতো স্থাপনা করতে চায় সরকার।
বুধবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, আইফেল টাওয়ার শুনলেই বোঝা যায়, এটা প্যারিসে। স্ট্যাচু অব লিবার্টি দেখলেই বোঝে ওই দেশ। এ রকম একটা কিছু আমরা রাখতে চাই। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে চিনতে পারে, এমন কিছু সিম্বলিক করা হবে।
তিনি বলেন, এককথায় যেন এটার নাম শুনে বোঝা যায়, এটা বাংলাদেশ।
মোজাম্মেল হক বলেন, বিজ্ঞজনদের নিয়ে কমিটি করেছি, তারা সাজেশন দেয়নি। আমরা পরবর্তীতে করবো, হয়তো দুই-চার বছরও লাগতে পারে। মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখার জন্য এটা করা হবে। ওটা দিয়েই যেন চেনা যায় এটা বাংলাদেশের।
আগামী ২৫ মার্চ ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্লাকআউট পালন করা হবে বলেও জানান আ ক ম মোজাম্মেল হক।
সোনালীনিউজ/এমএএইচ