কোরবানির ঈদে ছুটি কতদিন, যা জানা গেলো

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০২২, ০২:৪২ পিএম

ঢাকা : পবিত্র ঈদুল আযহার ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য কতদিন থাকছে জানা গেলো। সাপ্তাহিক একদিন আর ঈদের তিনদিন মিলিয়ে এবারের ঈদে চার দিন ছুটি মিলছে।

আরও পড়ুন : প্রথম নারী অর্থসচিবের হাত ধরে নবম পে-স্কেলের আশাবাদ

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপিত হয়ে থাকে। সে হিসাবে আগামী ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : সরকারি চাকরিজীবীদের নিয়ে সংসদে প্রশ্ন, জবাব দিলেন প্রতিমন্ত্রী

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই (শনি থেকে সোমবার পর্যন্ত) তিনদিন সরকারি ছুটি। এর আগের দিন (৮ জুলাই-শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর ফলে চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আরও পড়ুন : ৯ম পে-স্কেলের সর্বশেষ যা জানা গেল

ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ- ঈদুল ফিতর ও ঈদুল আজহা। জিলহজ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ করতে যান। জিলহজ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।

সোনালিনিউজ/এমটিআই