কল্যাণভাতা, যৌথবীমা ও দাফন অনুদানের আবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৩:৫৮ পিএম

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারীদের জন্য কল্যাণভাতা, যৌথবীমা ও দাফন অনুদানের আবেদন দাখিলের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন) এ কে এম ফজলুজ্জোহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের গত ৩০ অক্টোবর, ২০২২ তারিখের ৩৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী কল্যাণভাতা, যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান প্রদানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, (ক) কর্মচারীর মৃত্যুর ৩ বছরের মধ্যে প্রাপ্ত আবেদন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় পরিচালকগণ নিষ্পত্তি করবেন।

(খ) বিশেষ ক্ষেত্রে কর্মচারীর মৃত্যুর ৩ বছরের অধিক ৫ বছরের মধ্যে প্রাপ্ত আবেদন মহাপরিচালক নিষ্পত্তি করবেন। 

(গ) অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত কর্মচারীর কল্যাণ ভাতার আবেদন একই ভাবে নিষ্পত্তি হবে। 

তবে দেওয়ানি মামলাজনিত আইনগত কারণে বিলম্বে প্রাপ্ত আবেদন নিষ্পত্তিতে কোনো সময়সীমা থাকবে না। 

সোনালীনিউজ/আইএ