ওয়াসার পাইপলাইন ফাটালো হাইটেক পার্ক, বিকল্প উপায়ে পানি সরবরাহ

  • লাইজুল ইসলাম | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৭:১৫ পিএম

ঢাকা: পদ্মা নদী থেকে পানি নিয়ে শোধন করে রাজধানীবাসীর জন্য সরবরাহ করে ঢাকা ওয়াসা। কিন্তু এই পানি সরবরাহ লাইনে ফাটল সৃষ্টি করেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় হাইটেক পার্কের ভবন নির্মানের পাইলিংয়ের কাজ করার সময় পদ্মা যশলদিয়ার পানি সরবরাহ লাইনে ফাটল ধরে। এতে পানি সরবরাহ করা বন্ধ রেখেছে ঢাকা ওয়াসা। তবে রাজধানীতে পানি সরবরাহ চালু রাখতে স্ট্যান্ডবাই পানির পাম্পগুলোকে কাজে লাগানো হয়েছে।

জানা গেছে, ঢাকা ওয়াসার জোন এক ও দুই সবচেয়ে বেশি পানি সংকটে পরার সম্ভাবনা ছিলো। এরসঙ্গে জোন ৩ ও ৬ এর কিছু অংশে পানি সংকটে পরার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় যাতে পানির সমস্যা না হয় সেজন্য স্ট্যান্ডবাই গভীর নলকূপগুলো চলু করা হয়েছে। ইতোমধ্যে এসব নলকূপ থেকে পানি সরবরাহ করা শুরু হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান সোনালীনিউজকে বলেন, ‘হাইটেক পার্কের পাইলিংয়ের কাজ করার সময় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে পাইপলাইন দিয়ে পনি বের হতে থাকে। সঙ্গে সঙ্গে হাইটেক পার্ক আমাদেরকে জানালে পদ্মা যশলদিয়া থেকে পানি সরবরাহ বন্ধ করতে হয়। এই পাইপলাইন ঠিক না হওয়া পর্যন্ত পদ্মা যশলদিয়া পানি শোধনাগার থেকে পানি সরবরাহ বন্ধ থাকবে।’ 

তিনি বলেন, ‘এই পাইপলাইনের কাজ করেছিলো চাইনিজ একটি প্রতিষ্ঠান। তারা এখন গন্ধর্বপুর প্রকল্পের পানির লাইনের কাজ করছে। যখন এই ফাটলের কথা শুনেছি তখনই তাদের আমরা জানিয়েছি। তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আশা করি খুব দ্রুত পানি সরবরাহ শুরু করতে পারবো। ঘটনাস্থলে তাদের সব কিছু চলে গেছে। সমস্যা সমাধানে কাজ চলবে ২৪ ঘণ্টা।’

পাইপলাইনে ফাটল।

পানি সংকট দেখা দিবে কি না জানতে চাইলে ঢাকা ওয়াসার এমডি বলেন, ‘পানি সরবরাহ নিয়ে এখনো কোনো সমস্যা হয়নি। আমরা পানির সংকট সমাধানে ইতোমধ্যে বেশ কিছু কাজ করেছি। কোথাও কোনো সমস্যা হয়নি। আমাদের স্ট্যান্ডবাই পানির পাম্পগুলোকে সচল করে দিয়েছি। কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। আশা করি হবেও না।’ 

কিভাবে এমন ঘটনা ঘটলো জানতে চাইলে তিনি বলেন, ‘ওখানে হাইটেক পার্ক কর্তপক্ষ একটি ভবন তৈরি করছে। সেই ভবনের পাইলিং করার সময় পানি সরবরাহের লাইন ক্ষতিগ্রস্ত হয়। তারা পাইলিং করার আগে আমাদের কাছ থেকে নকশা নেয়নি। সেটা নিলে হয়তো এমনটা হোতো না।তারপরও এখন সমন্বয় করে কাজ চলছে। খুব দ্রুত আশা করি এই সমস্যার সমাধান হবে।’

বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক এমডি বিকর্ণ কুমার ঘোষ সোনালীনিউজকে বলেন, ‘মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বা ভোর বেলা ভারতীয় ঠিকদার কোম্পানি কাজ করার সময় এই ঘটনা ঘটেছে। তখনই আমরা ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের আমরা জানিয়েছি। এই সমস্যা সমাধানে দুই সংস্থাই এক সঙ্গে কাজ করছে। যতদ্রুত সম্ভব এটার সমাধান করা হবে।’ 

খননের আগে মাটির নিচে কিছু আছে কি না দেখা হয়নি কেনো জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা জানতাম না এখান দিয়ে ওয়াসার লাইন গিয়েছে। আমাদের কাছে যে ডিজাইন আছে তার থেকে কিছুটা দূর দিয়ে পদ্মা যশলদিয়ার পানি সরবরাহের পাইপ যাওয়ার কথা। কিন্তু খনন করতে গিয়ে এই সমস্যা হয়েছে। দুই সংস্থাই সরকারের, আশা করছি এটা সমস্যা হবে না। দ্রুতই সব কিছু ঠিক হয়ে যাবে।’ 

হাইটেক পার্কের এমডি বলেন, ‘আমরা এই সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা ওয়াসার সাহায্য নিয়ে কাজ শুরু করেছি। ইতোমধ্যে চাইনিজ একটি প্রতিষ্ঠান আমাদের ভারতীয় কন্ট্রাক্টরের সঙ্গে মিলে কাজ শুরু করেছে। আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে পানি সরবরাহ লাইন ঠিক হয়ে যাবে।’

এর ক্ষতিপূরণ কে দিবে জানতে চাইলে বিকর্ণ কুমার বলেন, দুটি সংস্থাই সরকারের। ক্ষতি তো হয়েছে সবার। এখন এই কাজ সম্পন্ন করার পর দুই সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠান মিলে বসে সিদ্ধান্তে যেতে হবে। টাকা কে দিবে সেটা এখন মূখ্য নয়। আগে প্রয়োজন নাগরিক সমস্যা সমাধান। সেটা আমরা করছি। যেহেতু ঝামেলা আমাদের কাজ করতে গিয়ে হয়েছে প্রয়োজনে আমরাই টাকা দিবো।’

সোনালীনিউজ/এলআই/আইএ