ঢাকা: ঢাকা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম শহীদ উদ্দিন বলেছেন, সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে প্রকাশিত নিউজ তার ব্যক্তিগত কিন্তু ওয়াসাকে নিয়ে নেতিবাচক এবং উদ্দেশ্যমূলক প্রতিবেদনের প্রতিবাদস্বরূপ ওয়াসার কর্মকর্তা-কর্মচারী হিসেবে আমরা দাঁড়িয়েছি এই প্রতিবাদ সমাবেশে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী কর্মবিরতি দিয়ে ওয়াসা ভবনের সামনে সড়কে এসে সব কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন। এসময় এসব কথা বলেন ওয়াসার ডিএমডি।
প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, গত ৯ জানুয়ারি জাতীয় একটি দৈনিকে ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে ঢাকা ওয়াসার সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সংবাদটি ভিত্তিহীন মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তারা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ওয়াসাকে ধ্বংসের লক্ষ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় বক্তারা আরও বলেন, পানি সংকট, ঋণগ্রস্থ ও আর্থিক অনটনের জর্জরিত ঢাকা ওয়াসা তার (তাকসিম) নেতৃত্বে আজ স্বাবলম্বী ও টেকসই হিসেবে রূপান্তরিত হয়েছে। এসবই সম্ভব হয়েছে প্রকৌশলী তাকসিম এ খানের নেতৃত্বের বদৌলতে। উনার নাম জড়িয়ে কল্পিত গোয়েন্দা কাহিনীর নাম ব্যবহার করা নীতি-নৈতিকতা বিবর্জিত। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য ঢাকা ওয়াসার সকল কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যমকে সবিনয়ে অনুরোধ করেছেন।
ওয়াসার পক্ষ থেকে কোন ধরনের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার ডিএমডি একেএম শহিদ উদ্দিন বলেন, আমরা আলাপ-আলোচনা করছি। ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্যদের সাথে কথাবার্তা বলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সোনালীনিউজ/এলআই/এমএএইচ