জামা-কাপড়ে কোটি টাকার সোনা, আমিরাতফেরত যাত্রী আটক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ১০:৪৮ এএম

ঢাকা: অভিনব কৌশলে জামা-কাপড়ে করে কোটি টাকার সোনা নিয়ে এসেছিলেন আমিরাতফেরত এক যাত্রী। তবে শেষ রক্ষা হয়নি। চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ ধরা পড়েন তিনি।

সোনাসহ আটক ওই ব্যক্তির নাম মোহাম্মদ জিয়াউল হক। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে।

জানা যায়, মঙ্গলবার সকালে আমিরাত থেকে আসা একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে অবতরণ করেন। সন্দেহ হলে গোয়েন্দা কর্মকর্তারা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। পরে তার আন্ডারওয়্যার, গেঞ্জি ও প্যান্টে সোনার প্রলেপ পাওয়া যায়।

তার কাছ থেকে এক কেজি ৪২৯ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২৩৩ গ্রাম ওজনের দুটি সোনার বার এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার। সব মিলিয়ে এক কোটি ২৭ লাখ টাকার এক কেজি ৭৬২ গ্রাম সোনা জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চট্টগ্রাম অঞ্চল) বশির আহম্মেদ দুবাই এয়ারলাইন্সে আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

সোনালীনিউজ/এম