ডি‌জিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৩:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র ভিদান্ত প্যাটেল। ছবি: সংগৃহীত

ঢাকা : বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জো বাইডেনের দেশ যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ ক‌রেন দেশ‌টির স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র ভিদান্ত প্যাটেল।

আজ শ‌নিবার (১ এ‌প্রিল) উপ-প্রধান মুখপা বেদান্ত প্যাটেলের বিবৃ‌তি ভে‌রিফা‌য়েড ফেসবুক পেজে প্রকাশ ক‌রে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের সদস্যসহ সবার জন্য গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। নির্বাচনের বছরে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তিনি ব‌লেন, সংবাদপত্রের কোনও সদস্যকে তাদের কাজ করার জন্য হুমকি দেওয়া, হয়রানি করা; শারীরিকভাবে আক্রমণ করা বা গ্রেপ্তার করা উচিত নয়।

সোনালীনিউজ/এমটিআই